Logo
Logo
×

সারাদেশ

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুলের জেল জরিমানা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুলের জেল জরিমানা

মেহেরপুরে অর্থঋণ আদালতে দেবাশীষ বাগচির করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের ১ বছর জেল, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা হয়েছে। 

মেহেরপুরের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচএম কবির হোসেন রোববার এ আদেশ দেন। সরফরাজ হোসেন মৃদুল মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। বাদী দেবাশীষ মৃদুলের ব্যবসায়ী পার্টনার ছিলেন। 

আদালতের আদেশে বলা হয়েছে, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানার ১ কোটি ৮০ লাখ টাকা বাদীকে এবং ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে এ মামলায় তিনি যে কয়দিন হাজত খেটেছেন সে কয়দিন সাজার এক বছর থেকে কর্তন হবে।

আদেশ ঘোষণার সময় মৃদুলকে মেহেরপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদেশ ঘোষণার পর পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় বাদী পক্ষে খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে মৃদুলের ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ আদালতে এক কোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেন। 

জেল জরিমানা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম