Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতাকে আটকের পর ওসির ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

আ.লীগ নেতাকে আটকের পর ওসির ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুরে জুলাই বিপ্লবে নিহত মিনহাজ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা লম্বা বাবুকে আটক করে ছেড়ে দিয়েছিল পুলিশ। এ নিয়ে শুরু হয় সমালোচনা। এর জেরে সেদিন রাতেই ফের গ্রেফতার করা হয় এ আসামিকে। এ ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।  আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের রিপোর্ট আগামী তিনদিনের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।

গত বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জুলাই বিপ্লবে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত মিনহাজ হত্যার অন্যতম আসামি লম্বা বাবুকে আটক করা হয়। পরে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।  বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়ে গেলে চাপে পড়ে প্রশাসন। পরে বৃহস্পতিবার রাত ২টার দিকে বাবুকে পুনরায় গ্রেফতার করা হয়।

ওই সময় ওসি বলেছিলেন, শারীরিক অবস্থা খারাপ তথা হার্টঅ্যাটাকের লক্ষণ দেখে আসামি বাবুকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম। পরে আবার গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত লম্বা বাবু গাছা থানার ৩৫ ওয়ার্ড এলাকার হামেদ চৌধুরীর ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডলের অনুসারী।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম