যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার রাত থেকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। দ্রুত মেরামত কাজ চলছে। আবার পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে অন্তত ৫-৬ দিন সময় লাগবে।
দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম দানাদার ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে ১৩ মাস বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি থেকে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছিল।
