ডেভিল হান্টে গাজীপুর নগরীতে গ্রেফতার ২০
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের
বিশেষ শাখা (এসবি)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ২০ জনকে
গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর মেট্রো থানা, বাসন থানা, ডিবি উত্তর ও দক্ষিণ দুজন
করে মোট আটজনকে গ্রেফতার করে। এছাড়া কাশিমপুর ও টঙ্গী পশ্চিম থানায় তিনজন করে, টঙ্গী
পূর্ব থানা পাঁচজন ও গাছা থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী
এলাকা থেকে ৩৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
