Logo
Logo
×

সারাদেশ

কল ছাড়লে পানির সঙ্গে রক্ত, ট্যাংকিতে মিলল যুবকের অর্ধগলিত লাশ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

কল ছাড়লে পানির সঙ্গে রক্ত, ট্যাংকিতে মিলল যুবকের অর্ধগলিত লাশ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ায় একটি বাড়ির কলের পানির সঙ্গে রক্ত বের হয়। পরে পানির ট্যাংকি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবক ওই এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম