Logo
Logo
×

সারাদেশ

বিচারকের অপসারণ দাবিতে কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন

Icon

যুগান্তর প্রতিবেদন পটুয়াখালী

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম

বিচারকের অপসারণ দাবিতে কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুস-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা অনিয়মের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছেন আইনজীবীরা। 

বুধবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান চুন্নু।

এর আগে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- হাফিজুর রহমান চুন্নু, নাথুরাম ভৌমিক, আব্দুস সত্তার (৫), নাসির উদ্দিন মাহমুদ, খন্দকার নাসির উদ্দিন, গোফরান বিশ্বাস পলাশ, সাইদুর রহমান, আবুল হোসেন, খন্দকার শাহাবুদ্দিন, আব্দুস সালাম, কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচার প্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ঘুষ লেনদেনে জামিন, খালাস আদেশ দেওয়ায় আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।

অপর জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বলেন, ম্যাজিস্ট্রেটের ঘুস, দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য আদালতে মুখ খোলায় আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। কেননা এতে ক্ষুব্ধ হয়ে উনি আমার পরিচালনাধীন বেশ কয়েকটি মামলায় অন্যায় আদেশ দিয়েছেন। অবিলম্বে ওনার অপসারণের দাবিতে আদালত বর্জন করেছে আইনজীবীরা। আমরা আজকের মধ্যেই এ রেজুলেশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়া হবে বলে আইনজীবীরা জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম