Logo
Logo
×

সারাদেশ

দুই টুকরো কমলা খাওয়ায় হাত-পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

দুই টুকরো কমলা খাওয়ায় হাত-পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক

ইফতার শেষ হয়েছে। উদ্বৃত্ত রয়ে গেছে কয়েক টুকরো কমলা। এক কিশোর লোভ সামাল দিতে পারেনি। দুটি টুকরো খেয়ে ফেলে সে। টের পেয়ে গেলেন মাওলানা শিক্ষক। আর যাবে কোথায়! ধরে আনা হলো ওই কিশোরকে। হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করা হলো তাকে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে।

নির্যাতনের শিকার ওই কিশোরের নাম সাগর হোসেন। সে সদর উপজেলার রাউতাইল গ্রামের মৃত আরমান হোসেনে ছেলে। এ ঘটনায় তার মা মোছা. মধুমালা বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লোমহর্ষক এ ঘটনা ঘটেছে বুধবার সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায়। ঘটনার সঙ্গে জড়িত জেলা শহরের কলাবাগানের মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার ইতোমধ্যে এতিমখানা থেকে পালিয়ে গেছেন।

জানা যায়, সোমবার জনৈক এক ব্যক্তি এতিমদের জন্য ইফতারের আয়োজন করেন। ইফতার শেষে কয়েকটি কমলা উদ্বৃত্ত থেকে যায়। সেখান থেকে কিশোর সাগর হোসেন দুই টুকরো কমলা খেয়ে ফেলে। অভিযোগ মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার অন্য শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি টের পেয়ে যায়।

বুধবার সেহরি খাওয়ার পরে সাগরকে ডেকে নেয়। এরপর ফজরের নামাজ শেষে হাত ও পা বেঁধে নির্মমভাবে মারপিট শুরু করে দেয়। একপর্যায়ে সাগরের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে মেঝেতে শুয়ে কাতরাচ্ছে সে।

চিকিৎসকরা জানান, মৃত্যুর আশঙ্কা না থাকলেও শরীরের বিভিন্ন স্থানে থোক থোক রক্ত জমাট বেঁধেছে তার (সাগর)।

এদিকে ওই মাদ্রাসায় আরও এক শিশুর সন্ধান মিলেছে। জীর্ণশীর্ণ দেহ, বুকের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের চিহ্ন রয়েছে তার। অসহায় ওই এতিম শিশুটি ভয়ে আড়ষ্ট হয়ে আছে। কথা বলতেও পারছে না সে। নাম তার রায়হান উদ্দিন। বয়স মাত্র ৬। সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সে।

অভিযোগ উঠেছে, ওই শিশুটির ওপর নির্যাতন চালিয়েছে একই শিক্ষক ইমরান হাওলাদার। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিনাইদহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম