Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

ফরিদপুরের ভাঙ্গা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে মুদি ও জুতার দোকানের সাটার ভেঙে ঢুকে পড়ে একটি ট্রাক। এ সময় আতঙ্কে দৌড়াদৌড়িতে ৩-৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভাঙ্গা বাজারের ব্যবসায়ী আশিক জানান, সকালে একটি ট্রাক ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই পানপট্টির মোড়ে গিয়ে কিছু মালভর্তি ট্রাকটি ব্রেক ফেল করে মোটরসাইকেলকে চাপা দিয়ে বিপ্লব সাহার মুদি দোকান ও মিজানুরের স্যান্ডেলের দোকানে ঢুকে পড়ে। হঠাৎ চিৎকারের শব্দ ও আতঙ্কে দৌড়াদৌড়িতে ৩-৪ জন লোক সামান্য আহত হয়েছেন। দুইটি দোকানের অনেক ক্ষতি হয়েছে।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ট্রাকটি ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম