Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে আগুন লেগে পাঁচটি বাসাসহ দুই দোকান পুড়ে ছাই

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৮ পিএম

পটুয়াখালীতে আগুন লেগে পাঁচটি বাসাসহ দুই দোকান পুড়ে ছাই

পটুয়াখালীতে আগুন লেগে পাঁচটি বাসাসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে পটুয়াখালী পৌর শহরের জুবিলী স্কুল সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাসির উদ্দিন। 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তাদের সহায়তা করেন সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক দল। 

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন- জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এছাড়া আগুনে নিকুঞ্জ সোনা ঘর ও শ্যামল আর্ট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে শহরের আরও অনেক বাসাবাড়ি ক্ষয়ক্ষতি হতো। 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৪০ মিনিটের মতো সময় লেগেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম