Logo
Logo
×

সারাদেশ

কান্নায় বেঁচে গেল জীবন

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৬:৫৫ পিএম

কান্নায় বেঁচে গেল জীবন

সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত জীবিত এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোপ থেকে কাঁথায় মোড়ানো নবজাতকটি উদ্ধার করা হয়। 

সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে শিশুটির বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে অবহিত করা হয়েছে।

ওসি আরও বলেন, কোনো দম্পতি এই নবজাতক মেয়েশিশুকে দত্তক নিতে চাইলে সমাজসেবা অফিসের উপপরিচালক বরাবর আবেদন করতে পারেন। এক্ষেত্রে নিঃসন্তান ও সচ্ছল দম্পতি অগ্রাধিকার পাবেন।

সরাইল মহাসড়ক নবজাতক পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম