Logo
Logo
×

সারাদেশ

অবৈধ ভাটা ২২টি, গুঁড়িয়ে দেওয়া হলো ১টি

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

অবৈধ ভাটা ২২টি, গুঁড়িয়ে দেওয়া হলো ১টি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রয়েছে ২২টি অবৈধ ইটভাটা। এর মধ্যে মাত্র একটি ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার বিকালে ডাবলু আর এস ব্রিকস নামের ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া, নবাবগঞ্জ ইউএনও আশরাফুল হকসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া বলেন, ‘উপজেলায় ২৮ টি ইটভাটা রয়েছে। এরমধ্য ২২টিই অবৈধ। অভিযানে প্রথম দিনে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।’

নবাবগঞ্জ ইটভাটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম