|
ফলো করুন |
|
|---|---|
সাভারের আশুলিয়া থানাধীন পবনারটেকে মুদি দোকান থেকে রিয়াদ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পবনারটেক এলাকায় তার বাবার মুদি দোকান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মৃত রিয়াদ (১৮) ফরিদপুরের ভাঙ্গা থানার মাহফুজ মুন্সীর ছেলে। তিনি তার পরিবারের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকার বাবলু মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। রিয়াদ চন্দ্রা সরকারি কলেজের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ তার বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থেকে পড়াশোনা করতেন। তার বাবা মুদি দোকানের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রাতে ছোট ভাই রিফাতের সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান তিনি। পরে রাতের কোনো এক সময় রিফাত ঘুমিয়ে পড়লে রিয়াদ রাতের আঁধারে তার বাবার মুদি দোকানে প্রবেশ করে এবং দোকানের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন।
রিয়াদের বন্ধু আলামিন জানান, ৬-৭ মাস ধরে স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়াদের; কিন্তু ১৫ দিন আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে রিয়াদ মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে এ থেকেই রিয়াদ ফাঁস নিতে পারে।
আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
