Logo
Logo
×

সারাদেশ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:০৩ পিএম

গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঢাকা-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল রানা (২৫) ও বকুল সরকার (১৭) নামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে এবং বকুল একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়ির দিকে যাচ্ছিলেন রাসেল ও বকুল। মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। 

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কালিহাতী সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম