Logo
Logo
×

সারাদেশ

ধর্ষকের জামিন চাওয়ায় আইনজীবীর ওপর হামলা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

ধর্ষকের জামিন চাওয়ায় আইনজীবীর ওপর হামলা

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলায় ৩ আইনজীবী আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলা জজ আদালতে প্রাঙ্গণে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।

পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে।

ধর্ষণ মামলার আসামি সবুজের পক্ষে জামিন আবেদন করায় আদালতের বাইরে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্ররা এর প্রতিবাদ জানায়। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির  সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, আদালতের ঘটনায় আইনজীবীদের অভিযোগ সঠিক নয়। কারণ সেখানে বৈষম্যবিরোধী ব্যানারে কেউ হামলা করেনি বরং আইনজীবীদের হামলায় ছাত্রদের ৩ জন আহত হয়েছেন।

আইনজীবী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম