Logo
Logo
×

সারাদেশ

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর মূল পরিকল্পনাকারী আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর মূল পরিকল্পনাকারী আটক

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ফেসবুক ও ইউটিউব  কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পোড়ানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত (২২) ও মাহফুজকে (২১) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে পুলিশ ও কাফি জানিয়েছেন।

রোববার গভীর রাতে বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেফতার করে এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে।

সোমবার পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার  জাহিদ জানান, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক ও ইউটিউব সেলিব্রেটি নুরুজ্জামান কাফির পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বসবাসরত নুরুজ্জামান কাফির বাবা, মা, ভাই ও পরিবারের অন্য সদস্যরা ঘরের পেছনের দরজা ভেঙে বের হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরদিন মো. নুরুজ্জামান কাফি বাদী হয়ে কলাপাড়া থানায়  মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাহাদাত হাওলাদারকে বরিশাল মেট্রোর কোতোয়ালি থানা এলাকা ও অপর সহযোগী মো. মাহফুজ মোল্লাকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে জেলা পুলিশ।

গ্রেফতারকৃত মো. শাহাদাত হাওলাদার বরগুনার আমতলী এলাকার মো. নসা হাওলাদারের ছেলে ও মাহফুজ মোল্লা পটুয়াখালী কলাপাড়ার টিয়াখালী এলাকার মো. হিরন মোল্লার ছেলে।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম