কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ দুই আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ দুই আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি দেশি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মো. নাজির আহমদ খান।
আসামিরা হলেন- দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে মো. মামুন (৩৭), চট্টগ্রামের ডবলমুড়িং থানা মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।
পুলিশ সুপার জানান, জেলার সব থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। সোমবার রাতে দাউদকান্দির বিশ্বরোডে ডাকাতরা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন। দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় অবস্থান করছিল তারা। এ সময় ডিবি পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
