স্বামী তারাবি নামাজে, ফাঁকা বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাইতে স্বামী তারাবি নামাজ পড়তে যাওয়ার ফাঁকে খালি বাসায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর থানার ওসি যুগান্তরকে জানান, সোমবার রাত ৮-১০টার মধ্যে দুর্বৃত্তরা সদর উপজেলার বড়বিঘাইর দক্ষিণ বিঘাই গ্রামের আ. খালেক হাওলাদারের স্ত্রী রিজিয়া বেগমকে (৫৫) তার নিজ গৃহে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।