ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণ চেষ্টার মামলায় মমিনুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার চর নোহালী ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মমিনুর উত্তরপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার
উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকালে ভুক্তভোগী নারী (৫৫) গরু-ছাগলের
জন্য ভুট্টা খেতে ঘাস কাটতে গিয়েছিলেন। সাড়ে ৫টার দিকে ঘাসের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন
তিনি। এ সময় অভিযুক্ত মমিনুর ওই নারীর মুখ
চেপে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী চিৎকার করলে মমিনুর ঘটনাস্থল থেকে পালিয়ে
যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় সোমবার ওই নারী বাদী হয়ে মামলা
করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘ধর্ষণ চেষ্টা মামলার আসামি
মমিনুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
