Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে পুলিশে দিল স্থানীয়রা

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম

শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে পুলিশে দিল স্থানীয়রা

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সুজন দাস (৬০) নামে এক বৃদ্ধ জেলেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্তের বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় জেলে সুজন দাস গাইবান্ধা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি তিনি তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, পাইকসা গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করে ওই ব্যক্তি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগী শিশুর মা জানান, চকলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যান সুজন। এ সময় পুকুরপাড়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ওই জেলে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সুজনকে আটক করে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘আটক জেলের বিরুদ্ধে রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা  হয়ছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

শ্রীনগর ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম