Logo
Logo
×

সারাদেশ

কুরআনে হাফেজ যমজ ভাই একজন বুয়েট অন্যজন চুয়েটে

Icon

খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর)

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম

কুরআনে হাফেজ যমজ ভাই একজন বুয়েট অন্যজন চুয়েটে

যমজ ভাই পবিত্র কুরআনে হাফেজ। একসঙ্গেই কুরআন মুখস্থ করেছেন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে। তারা এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ  পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন।

সফল এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

হাফেজ আবুল কাশেম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। 

তিনি জানান, তার যমজ সন্তান ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয় সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাশ করে। তারপর তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে একজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

চাঁদপুর যমজ ভাই বুয়েট চুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম