Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি আব্দুর রহিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মহানগরীর ২০নং ওয়ার্ডের কাজীপাড়ার আব্দুল লতিফের ছেলে।   

সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে ভিকটিমের দাদি আব্দুর রহিমের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা করেন। আব্দুর রহিম তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেন। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড ফাঁড়ির ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নির্দেশে এএসআই সুজন কুমার দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম