ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে কলেজছাত্রের ধর্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মধ্য টিয়াখালী আবাসনে ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নুর আলম (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনার শিকার ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ নুর আলমকে গ্রেফতার করে। সে একই এলাকার কাওসার ব্যাপারীর ছেলে।
পুলিশ কর্মকর্তা বলেন, রাতে ওই ছাত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় নুর আলম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তার ডাকচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নুর আলম পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার নুর আলমকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।