Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল ২৪ কোমলমতি

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম

গৌরীপুরে শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল ২৪ কোমলমতি

স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হওয়ার অঙ্গীকারে স্কাউট কাবদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ২০২৩ সালে ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেল ২৪ জন। বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন এ ফলাফল ঘোষণা করেন। 

বুধবার (১২ মার্চ) চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী এএলটি এ ফলাফল নিশ্চিত করেন।  

তারা হলেন চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের মোছা. নিলিমা, ইয়াছীন আরাফাত লামীম, ইয়াসিন আরাফাত সাঈম, মোছা. সুমাইয়া আক্তার, ইভা আক্তার মানহা, গাউছিয়া নুসরাত আদিবা, পূর্ণিমা চৌধুরী পড়শী, ফাতিমা আক্তার ইজমা, স্নিগ্ধা ভৌমিক, তফসিকুল হাসান মাহিম, নুশরাত জাহান বুশরা, আসমাউল হুসনা আনিকা, স্বর্গদীপ সরকার, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিন ইসলাম আদিব, রেজুয়ান, ইয়ামিন আরাফাত জেসান, তরিকুল ইসলাম সাইফ, নিরব হাসান, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমিনা সাদাফ তাশমি, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়িবাহ তাবাসুসম মৌ, ঝাউগাই আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিজা জান্নাত তমা ও শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঋষিকেশ মিশ্র।

রিফাহ তাসনিয়া তরী দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন ও প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান হোমায়রা শাহরিন তুলির কন্যা। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের ধাপ অতিক্রম করে। বর্তমানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। 

তরী জানান, লেখাপড়ার পাশাপাশি কাব স্কাউটের মাধ্যমে বাগান পরিচর্যা, বৃক্ষরোপণ, মানুষের সেবা করা, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিয়ে বিরোধী প্রচারণাসহ সমাজ সেবামূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছেন। একজন ডাক্তার হয়ে, ভবিষ্যতে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। কাশফিয়া জাহান তৃপ্তি গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনের কন্যা। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

‘যথাসাধ্য চেষ্টা করিবো’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে তাহমিন ইসলাম আদিব। সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হতে চায়। আদিব এর আগে প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আদিব গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশে ক্ষুদে সক্রিয় স্বজন ও তার মা ইসরাত জাহান লাকী গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক। আদিব স্বজন সমাবেশের কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম