Logo
Logo
×

সারাদেশ

গঙ্গাচড়ায় ৫৫ বছরের নারীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

গঙ্গাচড়ায় ৫৫ বছরের নারীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় ৫৫ বছরের এক নারীকে ধর্ষণচেষ্টার মামলায় মমিনুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার চর নোহালী ইউনিয়নের উত্তরপাড়ার নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মমিনুর উত্তরপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকালে ভুক্তভোগী নারী (৫৫) গরু-ছাগলের জন্য ভুট্টাখেতে ঘাস কাটতে গিয়েছিলেন। সাড়ে ৫টার দিকে ঘাসের বস্তা নিয়ে ভুট্টাখেত থেকে বের হতে গেলে মমিনুর ওই নারীর মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী চিৎকার করলে মমিনুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। 

এ ঘটনায় সোমবার ওই নারী বাদী হয়ে মমিনুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মমিনুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম