Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী শিশুকন্যাসহ মা নিহত, ট্রাকে আগুন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০০ পিএম

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী শিশুকন্যাসহ মা নিহত, ট্রাকে আগুন

বগুড়ার দুপচাঁচিয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী তিন বছরের মেয়ে শিশুসহ গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চালক ও হেলপার ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ট্রাক জ্বালিয়ে দিয়েছেন। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী রোকসানা পারভিন (২৭) ও তাদের তিন বছরের মেয়ে রাহিমা খাতুন রাহি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ রোকসানা পারভিন ও মেয়ে শিশু রাহিমা খাতুন রাহিকে নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বেড়াগ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার দুপুরে তিনি মেয়েকে নিয়ে অটোরিকশাভ্যানে স্বামীর বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে ১টার দিকে অটোরিকশাভ্যান দুপচাঁচিয়া উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে পৌঁছে। এ সময় একই দিক থেকে আসা মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এলাকাবাসী রোকসানা পারভিনকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ট্রাকটি জ্বালিয়ে দেন।

দুপচাঁচিয়া থানার এসআই তারেক ও এসআই আলহাজ জানান, পুরে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এর চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহত মা রোকসানা পারভিন ও শিশু মেয়ে রাহিমা খাতুন রাহির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম