Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরের সাবেক জিপি-পিপিসহ ৩ আ.লীগ নেতা রিমান্ডে

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০৯ পিএম

পিরোজপুরের সাবেক জিপি-পিপিসহ ৩ আ.লীগ নেতা রিমান্ডে

পিরোজপুরের সাবেক জিপি ও পিপিসহ তিন আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। 

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন সাবেক পাবলিক প্রসিকিউটর ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, সদ্য অতীত জিপি শহিদুল হক খান পান্না ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর পিরোজপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ওই তিন আসামিসহ অন্যরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। তখন এলাকাবাসী তাদের বাধা দিতে গেলে আসামিরা তাদের প্রতি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় সাকিল মাঝি নামে একজন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। 

আসামিরা হাইকোর্ট থেকে অন্য মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে গত ২ মার্চ পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য দিন ধার্য করেন। 

পরে ওই তিন আসামিসহ অন্যরা আদালত থেকে বের হওয়ার পথে ছাত্রদল ও যুবদলের বিক্ষুব্ধ কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ এসে ওই তিনজনসহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম