বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রিকশাচালক হত্যায় মামলা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম
-67d2e22e234bd.jpg)
রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সময় গোলাম হোসেন (৪৮) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী পরিবানু বেগম। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার কপি আদালতে পাঠানো হলে সেখান থেকে আসামিদের নাম জানার পরামর্শ দেন তিনি।
৬ মার্চ নগরীর কাদিরগঞ্জ এলাকায় আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটে অভিযান ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে পরদিন সন্ধ্যায় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। দড়িখড়বোনা ও আশপাশের এলাকায় প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটে। গোলাগুলিও করা হয়; পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেল।
ওই সময় মহাজনের রিকশা জমা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন গোলাম হোসেন। তখনই একপক্ষ আরেক পক্ষের লোক ভেবে গোলামকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।