Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে মিলল হাত-পা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

ধামরাইয়ে মিলল হাত-পা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ

ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা মাথুলিয়া ও বড় কুশিয়ারা আরশিনগর আবাসিক প্রকল্পের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। 

ধামরাই থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অপহরণের পর ওই যুবককে এ আরশিনগর আবাসিক প্রকল্পে এনে হাত-পা বেঁধে ও গলায় গামছা পেঁচিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। 

দ্রুত এ হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করা হবে বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আরশিনগর আবাসিক প্রকল্পের ভেতরে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে বিষয়টি ধামরাই থানার ওসি মনিরুল ইসলামকে অবহিত করা হয়। পরে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, নানা জটিলতার কারণে আরশিনগর আবাসিক প্রকল্পে আবাসন গড়ে না ওঠায় হরহামেশাই খুন হচ্ছে। আবার মাঝে মাঝে ঘটছে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা। এসব হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী সর্বদাই আতংকে থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এসব হত্যা ও গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দুঃখের বিষয় হলো- এসব হত্যাকাণ্ডের কোনো প্রতিকার মিলছে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম