Logo
Logo
×

সারাদেশ

আকস্মিক কুয়াশায় ঢাকা পড়ল চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৭ ডিগ্রি

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

আকস্মিক কুয়াশায় ঢাকা পড়ল চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৭ ডিগ্রি

আকস্মিক ঘন কুয়াশায় ঢাকা পড়ল গোটা চুয়াডাঙ্গা জেলা। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশায় সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। প্রায় সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চুয়াডাঙ্গা জেলা।

মধ্য মার্চে এমন কুয়াশা কেন তা কেউই কিছু বুঝতে পারছেন না। কুয়াশা ঢাকা দিনে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ২৬ ভাগ।

চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রাজমিস্ত্রি জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় কাজে বের হই। রাস্তায় নেমে দেখি চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। সকাল ৯টা পর্যন্ত এমন কুয়াশা ছিল চারিদিকে। শীতের তীব্রতা না থাকলেও কুয়াশা দেখে মনে হচ্ছিল পৌষ মাস। আচমকা কেন এমন কুয়াশায় ঢাকা পড়ল তা সাধারণ মানুষ কেউই জানে না।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল; কিন্তু তাপমাত্রা ছিল বেশি। বিকাল ৩টায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ২৬ ভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম