Logo
Logo
×

সারাদেশ

ফুল তুলতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, সার্ভেয়ার কারাগারে

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

ফুল তুলতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, সার্ভেয়ার কারাগারে

ধর্ষক রুহুল আমীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২১ ফেব্রুয়ারি মিঠাপুকুরে শহিদ মিনারে দেওয়ার জন্য ফুল তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয় চতুর্থ শ্রেণির এক ছাত্রী। এ ঘটনার পর থেকে ধর্ষক সার্ভেয়ার রুহুল আমীন আত্মগোপন করেন।

বৃহস্পতিবার গোপনে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণের পর জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সেই সঙ্গে আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করেন আদালত। অভিযুক্ত রুহুল আমীনের পক্ষে অ্যাডভোকেট ফিরোজ কবির নিয়ন জামিনের আবেদন করেন। তিনি জানান, আদালত জামিন নামঞ্জুর তার মক্কেলকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।

২১ ফেব্রুয়ারি রতিয়া গ্রামে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যায় ৯ বছরের ওই স্কুলছাত্রী। সেখানে তাকে বাড়িতে আটক রেখে ধর্ষণ করে প্রতিবেশী সার্ভেয়ার রুহুল আমীন। বাড়িতে এসে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা পরিবারকে জানায়। পরে  প্রতিবেশীদের সহায়তায় থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা।

সরেজমিন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির পরিবার অসহায় ও দরিদ্র। তারা অভিযুক্ত ধর্ষক রুহুল আমীনের বড় ভাইয়ের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রভাবশালী হওয়ায় তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন। এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে প্রতিবেশীরা জানান।

এদিকে ধর্ষণের ঘটনার পর থেকে মিঠাপুকুর ও রংপুরসহ বিভিন্ন এলাকায় ধর্ষককে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভূমিহীন সংগঠন, জাতীয় নাগরিক কমিটি, নিজেরা করি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম