উলিপুর উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকিস্টিক, রাম দা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।
এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলায় আহসান হাবীব রানাকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে।
আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন। গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।