ভিডিও কলে বাবা-মাকে দেখিয়ে ছেলের আত্মহত্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বাবা-মায়ের ঝগড়ায় অভিমানে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মোজাম্মেল হক নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার রাতে ভিডিও কলে বাবা-মাকে দেখিয়ে তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।
মোজাম্মেল হক (২০) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সিংগীমারি গ্রামের মফিজ উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, মোজাম্মেল হকের বাবা-মা প্রায়ই নানান অজুহাতে ঝগড়া করতেন। মোজাম্মেল হক ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করতেন। মা ঝগড়ার বিষয়টি ছেলেকে জানিয়ে আসছিল। বুধবার বাবা-মায়ের ঝগড়া শুরু হলে ছেলে চেষ্টা করেও বন্ধ করতে পারছিলেন না। একপর্যায়ে ভিডিও কলে যুক্ত হয়ে বাবা-মাকে দেখিয়ে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নিহতের বাবা মফিজ উদ্দিন জানান, আমাদের ভুলের কারণে সন্তান অনেক কষ্টে দুনিয়া ছেড়ে চলে গেছে। এ নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, ঘটনাটি ঢাকাস্থ কেরানীগঞ্জ এলাকার। এ বিষয়ে অভিযোগ পেলে আমরাও তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।