Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ আটক

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:১৩ পিএম

ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় হওয়া ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই শিশু বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আটক হওয়া ব্যক্তির নাম জহুরুল মোল্লা সাগর (২১। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর উপজেলার দোয়ানী এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণেরচেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে সাগরকে আটক করে পুলিশে দেয়।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ‘অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাতীবান্ধা ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম