Logo
Logo
×

সারাদেশ

আমাকে এখন খাবার কিনে দেবে কে: শিশু অকিয়া

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

আমাকে এখন খাবার কিনে দেবে কে: শিশু অকিয়া

আমার বাবাকে যারা পুড়িয়ে মেরেছে তাদের সবার ফাঁসি চাই। আমাকে এখন খাবার কিনে দেবে কে? আহসানুল ইসলাম অর্কিডকে হত্যাকারীদের বিচারের দাবিতে ডাকা মানববন্ধনে মাইক্রোফোন হাতে নিয়ে কথাগুলো বলছিল তার ৩ বছর বয়সি শিশু তাবাচ্ছুম অকিয়া। শিশুটির কথা বলার সময় সবাই কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও মানববন্ধনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা।   

শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে যুবক অর্কিডকে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত যুবক অর্কিডের স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নিহত অর্কিডের পিতা ওসমান গনি, স্ত্রী তানজিলা আফরিন অর্পা অংশ নেন।

মানববন্ধনে অর্কিডের স্ত্রী অর্পা বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যার সঙ্গে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন, ফয়সালরা জড়িত। সবকিছুর প্রমাণ থাকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। দিনের পর দিন ঘুরাচ্ছে কিন্তু মামলা নিচ্ছে না। 

তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার আগেও তার হত্যাকারীদের নাম বলে গেছে। ৫ আগস্টের পরও মানুষ কি ন্যায় বিচার পাবে না?

তিনি আরও বলেন, গত ৫ মার্চ কৌশলে যশোরে ডেকে নিয়ে ওই তিনজন শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা চিকিৎসা নিতেও বাধা দিয়েছে। ওই  দিনই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। এরপর ১০ মার্চ চিকিৎসাধীন মারা যায়। 

অর্কিডের বাবা ওসমান গনি বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, ৫ মার্চ যশোরের পুরাতন কসবা এলাকায় ডেকে নিয়ে আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল নামে এই তিনজনের বিরুদ্ধে। এরপর গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম