Logo
Logo
×

সারাদেশ

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা ও উৎসবের পর্দা নামছে কাল

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা ও উৎসবের পর্দা নামছে কাল

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শনিবার শেষ হচ্ছে।

গত বুধবার মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। মেলায় শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ভ্যানু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। এতে উপজেলার বিদ্যালয়গুলোর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলা প্রকল্পের সমন্বয়ক উজ্জ্বল হোসেন, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, বই পড়ায় আগ্রহী করার পাশাপাশি শিশুর মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে বইমেলার সঙ্গে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বইমেলা বিষয়ে আয়োজক সূত্র জানায়, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের বিকল্প নেই। কিন্তু হাতের নাগালে সে রকম বই পাওয়া পাঠকের জন্য দুষ্কর। বছরে একবার বাংলা একাডেমির আয়োজনের গ্রন্থমেলা সারা দেশের পাঠকদের জন্য অপ্রতুল। এ পরিস্থিতিতে দেশের জ্ঞানপিপাসুদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বই সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশব্যাপী ১২৮ স্থানে ভ্রাম্যমাণ বইমেলার কার্যক্রম চালিয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে মধুপুরে ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন হয়েছে। 

প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় সাহিত্য, দর্শন, চলচ্চিত্র, চিত্রকলা, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জীবনী, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের অনেক বইয়ের সন্ধান মিলবে। 

গত বুধবার থেকে শুরু হওয়া ৪ দিনের এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শেষ হতে যাচ্ছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম