Logo
Logo
×

সারাদেশ

নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

মধুপুর উপজেলার মহিষমারাতে নেশাগ্রস্ত ছেলে রাজিবের হাতে রাজিয়া (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহিষমারা ইউনিয়নের মধ্য শালিকা গ্রামে এ ঘটনা ঘটেছে। আলোকদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজিব ওই গ্রামের জনৈক খায়রুলের ছেলে। মাদকাসক্ত রাজিবকে ভালো করার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ভবঘুরে বাবা ছেলের খোঁজ নেন না। মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। নিরাময় কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছেন। শুক্রবার রাতে হঠাৎ মায়ের ওপর অজ্ঞাত কারণে চড়াও হন রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্ত্রী শোভা বাধা দিতে গেলে তাকেও কোপাতে থাকে। মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টকালে এলাকাবাসী এগিয়ে এলে রাজিব সেখান থেকে পালিয়ে যান। তাকে আটক করাতে পুলিশি অভিযান অব্যাহত আছে। অন্যদিকে স্ত্রী শোভাকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর ১০০ শয্যার  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। জানা গেছে তার অবস্থাও আশঙ্কাজনক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম