Logo
Logo
×

সারাদেশ

পীরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

আ.লীগ নেতাদের দাপটে বাড়িছাড়া গোটা পরিবার

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

আ.লীগ নেতাদের দাপটে বাড়িছাড়া গোটা পরিবার

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ফারুক আহম্মেদ ও তার পরিবার তাদের দাপটে এখনো বাড়িছাড়া। 

ন্যায়বিচার চেয়ে শনিবার রংপুরের পীরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক আহমেদ ও তার স্ত্রী আনজুয়ারা বেগম বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের ছেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সোহেল রানা দীর্ঘদিন ধরে আমাদের জমি জবরদখল করে ভোগ করছেন। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বাড়িছাড়া করেছেন। আমরা এখন প্রাণের ভয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছি। এছাড়া তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

ফারুক আহমেদ আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের দাপটে আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে পীরগাছায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। কোনো উপায়ন্তর না পেয়ে পীরগাছা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভুক্তভোগী পরিবার তাদের নিজগৃহে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সাত্তার মোবাইলে জানান, জমি দখলের বিষয়টি মিথ্যা। আর আমরা কেউ আওয়ামী লীগের সঙ্গে জড়িত নই। 

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন মোবাইল ফোনে জানান, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম