Logo
Logo
×

সারাদেশ

ধর্মীয় উসকানির অভিযোগে নেত্রকোনায় রাজমিস্ত্রি গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

ধর্মীয় উসকানির অভিযোগে নেত্রকোনায় রাজমিস্ত্রি গ্রেফতার

টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উসকানির পাঁয়তারার অভিযোগে জোবায়েদ ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নেত্রকোনার ডিবি (পশ্চিম) পুলিশ। 

শনিবার ভোর ৫টার দিকে বারহাট্টা থানার ধারাম পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার জোবায়েদ ইসলাম ওই গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জেলা ডিবি (পশ্চিম) পুলিশের ওসি আরমান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মো. জোবায়েদ’ নামে দুটি পৃথক আইডি এবং ‘আসেন বিনোদন নেই’ নামে এক পেইজ পরিচালনা করেন। 

এছাড়া টিকটকেও তার একটি আলাদা আইডি আছে। এসব মাধ্যমে, বিশেষ করে টিকটকের আইডিতে সে বিভিন্ন সময়ে হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ানো এবং অনুভূতিতে আঘাত হানার পাঁয়তারা করে। 

বিষয়টি নজরে আসার পর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

ডিবির (পশ্চিম) ওসি আরমান আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি জোবায়েদের মোবাইল ফোনের গ্যালারিতেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এছাড়া মূর্তি ভাঙায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ বিষয়ে ডিবির এসআই ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। 

টিকটক ধর্মীয় অনুভূতি বিদ্বেষ উসকানি রাজমিস্ত্রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম