Logo
Logo
×

সারাদেশ

উত্তরা রাজউক কলেজ অধ্যক্ষকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

Icon

উওরা পূর্ব থানা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০০ পিএম

উত্তরা রাজউক কলেজ অধ্যক্ষকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

রাজধানীর উত্তরা রাজউক কলেজের অধ্যক্ষকে অবমাননার প্রতিবাদে কলেজটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় প্রায় ৪ থেকে ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিবাবকরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

শনিবার দুপুর ১২টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 এ সময় ‘আমলাতন্ত্র নিপাত যাক, রাজউক কলেজ প্রশাসন মুক্তি পাক’ এ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষকে অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। 

তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল প্রিন্সিপাল এনাম স্যারকে অসম্মান করা চলবে না। প্রিন্সিপালের সম্মানহানি চলবে না। ছাত্রদের অসম্মান চলবে না। দিয়েছি তো রক্ত,আরও দিব রক্ত। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।

বিক্ষোভ সমাবেশে তারা ১২ দফা দাবি জানিয়ে স্লোগান দেন। 

উত্তরা রাজউক কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম