টাকা দিলেই অস্ট্রেলিয়া, প্রতারিত হয়ে মানববন্ধন

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রতারিত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- টাঙ্গাইল সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজীম উদ্দিন বিপ্লব, ভাসানী পরিষদের খোদা-ই-খেদমতগারের হাসরত খান ভাসানী, পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, জোবায়ের হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী সোনিয়া অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার নাম করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন যাবত অস্ট্রেলিয়া নিতে না পারায় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা টালবাহানা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
প্রতারক সোনিয়া টাঙ্গাইলের সন্তোষ এলাকার সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করিয়েছেন। অবিলম্বে সাজুর মুক্তির দাবি জানান তারা। বক্তারা অনতিবিলম্বে সোনিয়াকে বিচারের আওতায় আনার দাবিও জানান।
ওই মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।