দুই শিশুকে নিপীড়ন, কারাগারে বৃদ্ধ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম

কেশবপুরে সাত বছরের দুই শিশুকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলার আড়ুয়া গ্রামের মুদি দোকানি আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) ওই শিশু দুটিকে যৌন নিপীড়ন করেন।
এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ বৃদ্ধ হামিদকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেশবপুর থানা ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে খেলা করার সময় আব্দুল হামিদ বিশ্বাসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল দুই শিশু। এ সময় আব্দুল হামিদ বিশ্বাস শিশু দুটিকে ডেকে নিয়ে তাদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে। শিশু দুটি সেখান থেকে বাড়ি গিয়ে ঘটনা পরিবারের লোকজনকে জানায়।
তিনি জানান, এ ঘটনায় থানায় শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পুলিশ মামলা নিয়ে যৌন নিপীড়নকারী হামিদকে গ্রেফতার করেছে। রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, নিপীড়নকারী আব্দুল হামিদ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছে। যৌন নিপীড়নের শিকার শিশু দুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।