Logo
Logo
×

সারাদেশ

মোবাইলে পরিচয়, ডেকে এনে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

মোবাইলে পরিচয়, ডেকে এনে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

নরসিংদীর বেলাবোতে এক গার্মেন্টসকর্মী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। অভিযুক্ত দেলোয়ার হোসেন রাজুকে (৩২) গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রাজু বেলাবো উপজেলার বেলাবো মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী তার এক পুত্র ও কন্যাসন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।

পরিচয়ের সূত্র ধরে শাজাহান ওই নারীকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে যান। সেখানে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার একদিন পর আজ রোববার দুপুরে  বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে রোববার দুপুরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বেলাবো থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। 

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি ধরতে চেষ্টা অব্যাহত আছে।

নরসিংদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম