Logo
Logo
×

সারাদেশ

নকলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

নকলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শেরপুরের নকলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গৌরদ্বারের ছাতুগাও এলাকায় মেসার্স সেভেন স্টার ব্রিকস এবং রুনীগাও এলাকায় মেসার্স চমক ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ১৭টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিদ্যুৎ অফিসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

নকলা ইটভাটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম