Logo
Logo
×

সারাদেশ

খোকসায় যুগান্তর পত্রিকার এজেন্টকে হত্যাচেষ্টা

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

খোকসায় যুগান্তর পত্রিকার এজেন্টকে হত্যাচেষ্টা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় দৈনিক যুগান্তর পত্রিকার এজেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুলতান বিশ্বাস নামের আরেক এজেন্টের বিরুদ্ধে। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড ফজলু হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন পৌরসভার থানা পাড়া এলাকার মৃত জহির উদ্দিন মোলার ছেলে ইকবাল হোসেন (৫২)। তিনি পেশায় পত্রিকা এজেন্ট।

অভিযুক্তরা হলেন খোকসা উপজেলার জানিপুর গ্রামের মৃত সামছুল হক ওরফে ছয়ফুলের ছেলে সুলতান বিশ্বাস (৩৪), মালিগ্রাম এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে ঝন্টু (৩৫) ও শহিদ মোল্লার ছেলে আফিল ওরফে আফি (৪০)।

আহত ইকবাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন যুগান্তর পত্রিকার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পত্রিকা বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে বহুপূর্বে আরেক এজেন্ট সুলতানের সঙ্গে তার বিরোধ ছিল। মাঝখানে তাদের মধ্যে নতুন করে কোন বিবাদ সৃষ্টি না হলেও গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি পত্রিকা আনতে খোকসা বাসস্ট্যান্ডে গেলে সুলতান তাকে ফজলু হোটেলের সামনে লোক মারফত ডেকে নিয়ে যান। এসময় সুলতানের সঙ্গে তার দুই সহযোগি আফিল ও ঝন্টু উপস্থিত ছিলেন।

হোটেলের সামনে পৌঁছানো মাত্রই তিনজন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরবর্তীতে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় ৮ টি সেলাই দেয়া হয়েছে বলে জানান তিনি।

ইকবাল আরও জানান, মাথার সিটি স্ক্যান রির্পোটে সমস্যা দেখা দিয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, পত্রিকা এজেন্ট ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় ১৪ মার্চ রাতেই মামলা হয়। মামলার পর থেকে আসামীরা পলাতক আছে। আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।

কুষ্টিয়া   যুগান্তর হত্যাচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম