Logo
Logo
×

সারাদেশ

বাবার ওপর অভিমানে শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:৪২ পিএম

বাবার ওপর অভিমানে শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর পরিবারের দাবি, টিভি দেখা নিয়ে দুই বোনের তর্কাতর্কি হওয়ার জেরে বাবা বকা দেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওই শিশু শিক্ষার্থী আত্মহত্যা করে।

মৃত দিয়া খাতুন (৯) চর জগন্নাথপুর গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। সে বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টিভি দেখা নিয়ে বড় বোনের সঙ্গে দিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় দিয়াকে তার বাবা বকা দেয়। বাবার ওপর অভিমান করে দিয়া নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ডাকাডাকি করলেও সে দরজা খুলছিল না। একপর্যায়ে  দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে দিয়া মারা যায়।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করলে গলায় ফাঁস দিয়ে ছোট বোন আত্মহত্যা করে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কুমারখালী আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম