সাবেক যুবদল নেতার বাড়ির মাটি কেটে নিলেন বর্তমান যুবদল নেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:২৯ এএম
-67db5369da228.png)
মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন এক যুবদল নেতা। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে।
বুধবার ভুক্তভোগী বাড়ির মালিক আজাহার গণমাধ্যমকর্মীদের কাছে তার এ ক্ষোভের কথা জানান। অভিযুক্ত যুবদল নেতা মাসুদ সিকদার আজগানা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের সাগর সিকদারের ছেলে।
উপজেলার আজগানা গ্রামের আজাহার (৩৫) আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে কিছু ইট কিনেন। ইটের টাকা পরিশোধ করতে না পারায় আজাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। ওয়াদা অনুযায়ী ইটের টাকা পরিশোধ না করায় মাসুদ সিকদার রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ির মাটি কেটে নিয়ে গেছেন বলে আজাহার অভিযোগ করেছেন।
আজাহার বলেন, ‘ইট কেনার সময় মাসুদ সিকদার সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর রাখেন। পরে কী লিখেছে তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আমার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেয়। মাটি কেটে নেওয়ার পরও সে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।’
মাসুদ সিকদার বলেন, ‘চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরও ৫০ হাজার টাকা নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেওয়া হয়েছে।’