Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামে মাটি ফেলে সড়ক চলাচল বন্ধ করে রাখার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। এ সময় হামলাকারীদের মারধরে সাত সাংবাদিক আহত হয়। 

এ ঘটনায় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

বুধবার দুপুরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক তারেক রহমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সেলিম তালুকদার, শাহান আলী, মো. সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে সাংবাদিক রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্যপাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখি রাস্তায় মাটি ফেলে যানবহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশে দাঁড়িয়ে কয়েকজন স্থানীয় যুবককে দ্রুত মাটি সরিয়ে নিতে বলায় ইমরাম (২০) ও  জামিল (২২) নামের দুই যুবক তর্কে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। 

এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে রবি ও খায়রুলসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা ও মারপিট করে এবং আমাদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাংবাদিকদের উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম