নিখোঁজের ৩ দিন পর চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈকুণ্ঠপুর (ভেড়ারদহ) ব্রিজের নিচের খাদ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- রিয়াজ উদ্দিন (২০) ও তার ভাতিজা হৃদয় (১৮)।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ওই ব্রিজের নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ -সিরাজগঞ্জ (পুরাতন বগুড়া) আঞ্চলিক সড়কে উপজেলার বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ১৬ মার্চ রাতে দুজন নিখোঁজ হন। ১৭ মার্চ পরিবারের পক্ষ থেকে থানায় নিহতদের নিখোঁজের অভিযোগ করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
