Logo
Logo
×

সারাদেশ

আলফাডাঙ্গার সেই ছাত্রদল নেতা আব্দুল্লাহ বহিষ্কার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

আলফাডাঙ্গার সেই ছাত্রদল নেতা আব্দুল্লাহ বহিষ্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল্লাহ আল মিলন বর্তমানে কারাগারে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল্লাহ আল মিলনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সেই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সবপর্যায়ের নেতাকর্মীদের মিলনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফীন কায়েছ মাহমুদ জানান, আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়। গত ৬ মার্চ রাতে ওই তরুণী বাদী হয়ে মিলনসহ দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম