Logo
Logo
×

সারাদেশ

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন (৫) ও নাহিদ ইসলামের ছেলে মমিন (৫)।

স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের বাড়ির প্রায় পাঁচশ গজ দূরে একটি অরক্ষিত পুকুরপাড়ে তিন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা মাহি নামের অপর এক শিশু বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরপাড়ে শিশুদের খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সবাই সতর্ক থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

গাইবান্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম